• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অন্ধকারে ঢিল ছুড়বেন না : কাদের


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০১৬, ০৬:০৭ পিএম
অন্ধকারে ঢিল ছুড়বেন না : কাদের

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে পদ্মা সেতু নির্মাণ ব্যয় নিয়ে অন্ধকারে ঢিল ছুড়বেন না।
আজ রবিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা সেতু সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী।
আলোচনার সময় পদ্মা সেতুতে কমিশন নেওয়া নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা একটি মন্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের।  তিনি বলেন, আসুন, দেখে যান, কোথায় আমরা কমিশন নিচ্ছি। সরেজমিনে আমি আপনাকে অনুরোধ করব, নেত্রীকে (খালেদা জিয়া) নিয়ে আসুন।
কমিশনের পুরনো অভ্যাস আপনাদের আছে। সে জন্য কথায় কথায় অন্যকে অভিযোগ দেবেন না, যোগ করেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য পরিবর্তন হয়েছে। সে জন্য কাজের পরিধি বাড়ায় পদ্মা সেতুর নির্মাণকাজে ব্যয় বেড়েছে।

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!