• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অফ্রিকায় ক্যাফে থেকে ১০টি মৃতদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৬, ০৪:৪৮ পিএম
অফ্রিকায় ক্যাফে থেকে ১০টি মৃতদেহ উদ্ধার


অফ্রিকায় ক্যাফে থেকে ১০ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আফ্রিকান দেশ বুর্কিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুর একটি ক্যাফের ভেতর থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে ওই ক্যাফের পাশের একটি হোটেলে হামলা চালায় মুখোশধারী বন্দুকধারীরা। এ সময় তারা সেখানে অবস্থানরত ব্যক্তিদের জিম্মি করে।

হোটেলে হামলাকারীরাই ওই ক্যাফেতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানান দেশটির মন্ত্রী সমমর্যদার এক কর্মকর্তা।

আজ শনিবার (১৬ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী সিমন কমপায়েরর বরাত দিয়ে জানান, উয়াগাদুগু বিমানবন্দরের কাছে অবস্থিত স্প্লেনডিড হোটেলের পাশে কাপসচিনো নামে একটি ক্যাফে থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।

এর আগে দেশটির স্থানীয় সময় গত শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেলটির বাইরে প্রথমে দু’টি গাড়ি বোমা হামলা চালায় মুখোশধারী বন্দুকধারীরা। এসময় অন্তত ২০ জন নিহত এবং ১৫ জন আহত হন।

এরপর তিন থেকে চার মুখোশধারী হামলাকারী গুলি ছুড়তে ছুড়তে হোটেলের ভেতরে প্রবেশ করে এবং  হোটেলে থাকা দেশটির সরকারি পর্যায়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তাসহ অন্যাদের জিম্মি করে। পরে জিম্মি ব্যক্তিদের মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী হোটেলের ভেতরে অভিযান শুরু করে।

 

সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!