• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অর্থ পাচার মামলা, তারেকের শুনানি ২৫ মে


নিজস্ব প্রতিবেদক মে ১৮, ২০১৬, ০২:৩২ পিএম
অর্থ পাচার মামলা, তারেকের শুনানি ২৫ মে

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অর্থ পাচার মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের আপিল শুনানি শুরু হয়েছে। আপিলের ওপর আংশিক শুনানি শেষে আগামী বুধবার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চে আপিল শুনানি শুরু হয়।

শুনানিতে দুদকের কৌশলী খুরশিদ আলম খান বলেন, ‘আইন অনুযায়ী ভিসা কার্ড ব্যবহার করে তারেক রহমান মানি লন্ডারিং অপরাধ করেছেন। কারণ আইনে বলা আছে, অবৈধ পন্থায় পাচারকৃত অর্থের সঙ্গে পুনঃপর্যায়ে সংশ্লিষ্টতা থাকলে তা মানি লন্ডারিং অপরাধ ধরা হয়।’

এই মামলায় তারেক রহমান পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ নেই। তবে মামলা দণ্ডপ্রাপ্ত অপর আসামি গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে ব্যারিস্টার ফখরুল ইসলাম শুনানিতে অংশ নেন। আংশিক শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করে।

২০১৩ সালে ঢাকা বিশেষ জজ আদালত অর্থ পাচার মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেয়। এই খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই বিচারক আদালত তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছর দণ্ড দেয়।  

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!