• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএস সন্দেহে তুরস্কে ৩ রুশ নাগরিক আটক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০১৬, ০৪:২৩ পিএম

আইএস সন্দেহে তুরস্কে ৩ রুশ নাগরিক আটক

সোনালীনিউজ ডেস্ক
ইস্তামবুলে বোমা হামলার পর এই সর্বপ্রথম জঙ্গি সংঘটন (আইএস) সদস্য সন্দেহে তিন রুশ নাগরিককে আটক করেছে তুরস্কে নিরাপত্তা বাহিনী।

তুরস্কের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যমে বুধবার এই খবর জানানো হয়েছে।
সংবাদ মাদ্যমে জানানো হয়,ইস্তাম্বুলের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই তিন রুশ নাগরিককে আটক করা হয়। এসময় সেখান থেকে কিছু সিডিও জব্দ করা হয়। তবে ঠিক কখন ওই তিনজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে কিছু স্পষ্ট করা হয়নি।

এদিকে আটক তিন রুশ নাগরিকের ব্যাপারে ভূমধ্যসাগর উপকূলের শহর আনাতালিয়ায় রুশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইএস সন্দেহে আটককেৃতদের বিষয়টি অবগত আছে কর্তৃপক্ষ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে ইস্তাম্বুলের ঐতিহাসিক জেলা সুলতানাহমেত বোমা হামলায় অন্তত ১০ জন নিহত। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী।

Wordbridge School
Link copied!