• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে কুতুববাগ দরবার


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৯, ২০১৬, ০৯:৩৯ পিএম
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে কুতুববাগ দরবার

নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার বাদজুমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে কুতুববাগ দরবার শরিফের মহাপবিত্র ওরশ ও বিশ্ব জাকের ইজতেমা। গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটের আনোয়ারা উদ্যানে শুরু হয় কুতুববাগ দরবার শরিফের মহাপবিত্র ওরশ ও বিশ্ব জাকের ইজতেমা।

জুমার জামাতে খুত্বা-বয়ান ও বিশ্ববাসীর শান্তি, কল্যাণ কামনায় মোনাজাত করেন দরবার শরিফের পীর আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী কেবলাজান।

‘সূফিবাদই শান্তির পথ’ এই আহ্বানে সাড়া দিয়ে অগণিত ভক্ত-আশেক জাকেরান এই ওরশে যোগদান করেন। দুদিনের এ ধর্মীয় অনুষ্ঠানের প্রথম দিন কোরআন, হাদিস, ইজমা-কিয়াসের আলোকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত বিষয়ে আলোচনা করেন দেশবরেণ্য ওলামায়ে কেরামরা। এছাড়াও উপস্থিত ছিলেন, কুতুববাগ দরবার শরিফের সভাপতি মোহাম্মদ ইউনুছ, কুতুববাগ দরবার শরিফের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জয়নাল, কবি নাসির আহমেদ প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!