• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আঙ্গুরে কমে যায় অন্ধত্বের প্রবণতা


নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০১৬, ০৫:৪৭ পিএম
আঙ্গুরে কমে যায় অন্ধত্বের প্রবণতা

সোনালীনিউজ ডেস্ক

আঙ্গুরের অনেক বদনাম শোনা গেলেও, আসলে আঙ্গুর ফল টক নয়, বরং তাঁর গুণ কিছু বেশি মিষ্টি। ছোট্ট এই ফলটিকে রোজকার মেনুতে রাখলে পাওয়া যাবে একটি বড় উপকার। আঙ্গুর খেলে থাকবে না আর অন্ধ হওয়ার ভয়।

নতুন একটি সমীক্ষায় দেখা দেখা গেছে যে, আঙ্গুর প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আর এই অ্যান্টি অক্সিডেন্ট হেলদি সেলগুলোর ডিএনএর নষ্ট হয়ে যাওয়া প্রতিরোধ করে। চোখের রেটিনা এমন একটি অংশ যার পুরোটাই কোষ দিয়ে তৈরি। এই অংশের কোষগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলেই অন্ধত্ব সৃষ্টি হয়। আঙ্গুর যখন এই কোষগুলোকে রক্ষা করে তখন অনেকটাই কমে যায় অন্ধত্বের প্রবণতা। শুধু এখানেই শেষ নয় আঙ্গুরের গুণ। যত বেশি আঙুর খাবেন তত কমবে মোটা হওয়ার চিন্তা। আঙুর শরীরে মেদ জমতে দেয় না।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!