• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আদালতে গাঁজাসহ আইনজীবী আটক


আদালত প্রতিবেদক সেপ্টেম্বর ১২, ২০১৭, ০৬:২১ পিএম
আদালতে গাঁজাসহ আইনজীবী আটক

ঢাকা: রাজধানীর নিম্ন আদালতে নাসিরুদ্দিন নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে গাঁজাসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের গারদখানার সামনে টাউট উচ্ছেদ কমিটির সদস্য ইব্রাহিম খলিল ওই আইনজীবীকে আটক করেন। আটক ওই আইনজীবীর বাড়ি ঝিনাইদহে।

এ বিষয়ে টাউট উচ্ছেদ কমিটির সদস্য ইব্রাহিম খলিল জানান, গত রমজানে ঈদের আগের দিন নাসিরুদ্দিনকে আটক করেছিল ঢাকা আইনজীবী সমিতি কর্তৃপক্ষ। কিন্তু মানবিক কারণে সেদিন তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার তাকে মাদকসহ আটক করে ঢাকা বারের কার্যালয়ে নেয়া হয়। পরে তাকে তল্লাশি করে গাঁজা পাওয়া যায়।

তিনি আরো জানান, পূর্ণাঙ্গ আইনজীবী না হয়েও নাসিরুদ্দিন বিভিন্ন মক্কেলের মামলা নিয়ে কৌশলে টাকা-পয়সা হাতিয়ে নিতেন। ওই আইনজীবী সব সময় গারদখানার সামনে মক্কেল ধরার জন্য দাঁড়িয়ে থাকতেন। এ ছাড়া তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আদালত চত্বরে বসে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগ ছিল।

মঙ্গলবার ঢাকার কোতোয়ালি থানায় ওই আইনজীবীর বিরুদ্ধে টাউট আইনে মামলা করা হয়েছে। পরে তাকে ওই থানার হাজতে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!