• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা : ৩ জনের ফাঁসি ব


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০১৬, ০১:২১ পিএম
আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা : ৩ জনের ফাঁসি ব

সোনালীনিউজ ডেস্ক

বাংলাদেশে প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ওই দুই বিচারপতি।

২০০৪ সালে ২১ মে সিলেটের হজরত শাহজালাল (রহ)-এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা করা হয়। এ হামলায় আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!