• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আপিলেও মাহমুদুর রহমানের জামিন বহাল


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০১৬, ১২:২৯ পিএম
আপিলেও মাহমুদুর রহমানের জামিন বহাল

সোনালীনিউজ ডেস্ক

তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টে মাহমুদুরকে দেওয়া জামিন বহাল রাখেন।

মাহমুদুর রহমানের আইনজীবী ব্যারিস্টার তানভীর এ তথ্য জানান।

মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

উল্লেখ্য, বিচারপতির সঙ্গে স্কাইপ কথোপকথন পত্রিকায় প্রকাশের অভিযোগে ২০১২ সালের ১৩ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। এই মামলায় মাহমুদুর রহমানের জামিন আবেদন বাতিল করে দেয় নিম্ন আদালত। পরে হাইকোর্টে আবেদন করলে সম্প্রতি মাহমুদুর রহমানকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিলে বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ এই আবেদন খারিজ করে দেওয়া হয়।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!