• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবহাওয়ার পূর্বাভাসের বিশেষ বিমান কিনছে ভারত


আন্তর্জাতিক ডেস্ক জুন ৫, ২০১৬, ০৬:০২ পিএম
আবহাওয়ার পূর্বাভাসের বিশেষ বিমান কিনছে ভারত

আবহাওয়ার পূর্বাভাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় সাফল্য পেতে এবার নয়া পদক্ষেপ নিল ভারত৷ এ ব্যাপারে বিশেষ এক বিমান কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এতদিন ধরে এই পরীক্ষা চালাতে বাইরে থেকে নিয়ে আসা হত এই বিশেষ ধরনের বিমান৷ তবে এবার এই বিষয়ে স্বনির্ভর হওয়ার পথে দেশ৷

বিজ্ঞান মন্ত্রণালয়ের তরফে এই আকাশযান কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ বায়ুমন্ডলে মেঘের অবস্থা সম্পর্কে গবেষণার ক্ষেত্রে কাজ করবে এই বিমান৷ এই মন্ত্রণালয়ের অধীন ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলোজি’ নামক সংস্থা প্রায় ১৫০ কোটি টাকা খরচ করে এটি কেনার পরিকল্পনা নিয়েছে৷ পৃথিবীতে হাতে গোণা কয়েকটি দেশের কাছেই আছে এই বিমান৷ এশিয়া তথা দক্ষিণ এশিয়ায় ভারতই সম্ভবত প্রথম দেশ হিসেবে এই বিমান কিনতে চলেছে৷

সমস্ত রকম আধুনিক পরীক্ষার যন্ত্রপাতি থাকবে এই বিমানে৷ ২-৩ জন বিজ্ঞানী একসঙ্গে পরীক্ষা চালাতে পারবেন৷ আবহাওয়ার পূর্বাভাস নিয়ে গবেষণায় এতে যে বড় সাফল্য মিলবে তা বলাই বাহুল্য৷ কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, আগামী মাসেই সারা বিশ্ব জুড়ে টেন্ডার ডাকা হবে৷ এ বছরের শেষেই ভারতের হাতে চলে আসবে এই বিশেষ বিমান৷ সূত্র: সংবাদ প্রতিদিন

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!