• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা, জরিমানা গুনলেন তুষার ইমরান


স্পোর্টস রিপোর্টার মে ৪, ২০১৬, ০১:৫৩ পিএম
আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা, জরিমানা গুনলেন তুষার ইমরান

আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় জরিমানা গুনতে হচ্ছে অভিজ্ঞ ক্রিকেটার তুষার ইমরানকে। তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গত শনিবার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে আবাহনীর বিপক্ষে একটি আউটের আবেদন নিয়ে  আম্পায়ার নাদির শাহর সঙ্গে বিতর্কে জড়ান ব্রাদার্স অধিনায়ক তুষার। আবাহনী ইনিংসের ৩৩তম ওভারে ফিরতি ক্যাচ নেওয়ার আবেদন করেন তুষার। আলোচনার পর নাদির ও লেগ আম্পায়ার আখতারুজ্জামান আবেদন নাকচ করে দেন।

আম্পায়ারের সিদ্ধান্ত নেমে নিতে পারেননি তুষার। নাদিরের সঙ্গে তর্কে লিপ্ত হন তিনি। এক পর্যায়ে বোলার তুষার ও ব্যাটসম্যান উদয় কাউল একে অপরের দিকে তেড়ে যান। তবে আম্পায়ার ও দুই দলের খেলোয়াড়রা তাদের থামিয়ে দেন।

ম্যাচ শেষে তুষারের ব্যাপারে অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার। দোষ স্বীকার করে ম্যাচ রেফারি বেলায়েত হোসেনের দেওয়া শাস্তি মেনে নেন তুষার।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!