• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির বিচার শুরু


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০১৬, ০৪:১৪ পিএম
আশুলিয়ায় ব্যাংক ডাকাতির বিচার শুরু

সোনালীনিউজ ডেস্ক
সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতি ও ৮ জনকে হত্যা মামলার বিচার শুরু হয়েছে।
ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান বৃহস্পতিবার দুপুরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
মামলার ১১ আসামির মধ্যে গ্রেপ্তার ১০ জনকে অভিযোগ গঠনের সময় আদালতে হাজির করা হয়। অপরজন শুরু থেকেই পলাতক।
আসামিরা হলেন- বোরহানউদ্দিন, বাবুল সরদার, মো. জসীমউদ্দিন, সাইফুল আলামিন, মিন্টু প্রধান, আব্দুল বাতেন, শাজাহান জমাদ্দার, মোজাম্মেল হক, মাহফুজুল ইসলাম, উকিল হাসান এবং পলাশ ওরফে সোহেল রানা পলাতক।
২১ এপ্রিল দুপুরে আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকের একটি শাখায় সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় ব্যাংকের ম্যানেজারসহ ৮ জন নিহত হন।
সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!