• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আয়ু ফুরিয়েছে বিএনপির, ভাঙন নিশ্চিত : নৌমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৮, ২০১৬, ০২:০৩ পিএম
আয়ু ফুরিয়েছে বিএনপির, ভাঙন নিশ্চিত : নৌমন্ত্রী

সোনালীনিউজ ডেস্ক
মাওলানা আব্দুল লতিফ নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একাংশ ২০ দলের সাথে সম্পর্ক ছিন্ন করায় বিএনপির ভাঙন নিশ্চিত বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকালে মাদারীপুর শহরের লেকেরপাড়ে অবস্থিত চৌধুরী ক্লিনিকের নবনির্মিত ভবনের বর্ধিত অংশের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নৌমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।
নৌমন্ত্রী আরো বলেন, যেকোনো দলের ঐক্য ঘটলে সেটা আর্দশহীন হতে পারে না। বিএনপি-জামাত ৭১-এর খুনি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হওয়ায়, তাদের ভাঙন হবে। ২০ দল যার যার স্বার্থ নিয়ে একত্রিত হয়েছিল, ক্ষমতায় এসে লুটপাট-জঙ্গিবাদ করবে কিন্তু তাদের আয়ুষ্কাল শেষ হয়ে গেছে।
মন্ত্রী আরো বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে ব্যর্থ হয়েছে সে কারণেই তাদের ২০ দলীয় জোট ভাঙবে। স্বাধীনতার পরে সাড়ে ১১ হাজার যুদ্ধাপরাধীর তালিকা করা হয়েছিল। পর্যায়ক্রমে দেশের সকল যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্ল্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, চৌধুরী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মেয়র নুরুল আলম বাবু চৌধুরী প্রমুখ।

Wordbridge School
Link copied!