• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরাকের ফালুজায় ২০ হাজার শিশু অবরুদ্ধ


আন্তর্জাতিক ডেস্ক জুন ১, ২০১৬, ০৫:৫৯ পিএম
ইরাকের ফালুজায় ২০ হাজার শিশু অবরুদ্ধ

ইরাকের সামরিক বাহিনীর অবরোধের মুখে ফালুজায় কমপক্ষে ২০ হাজার শিশু আটকা পড়েছে এবং সেখানে যোদ্ধা হিসেবে শিশুদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। বুধবার জাতিসংঘ শিশু তহবিল একথা জানায়।
সংস্থার ইরাক বিষয়ক প্রতিনিধি পিটার হকিন্স বলেন, ‘ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী নগরীতে কমপক্ষে ২০ হাজার শিশু আটকা পড়া অবস্থায় রয়েছে।
গত ২২ ও ২৩ মে ইসলামিক স্টেট(আইএস) গ্রুপের বিরুদ্ধে ইরাকি বাহিনী ব্যাপক অভিযান চালানোর পর ফালুজা থেকে পালিয়ে যেতে সক্ষম হওয়া বাসিন্দারা খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির মারাত্মক সংকটের মুখে পড়েছে।
আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে যাওয়া কয়েকশ’ পরিবার নগরীর উপকণ্ঠে আশ্রয় নিয়েছে। নগরীর ভেতরে থাকা বাসিন্দাদের অবস্থা আরো নাজুক বলে জানা গেছে।
হকিন্স বলেন, শিশুদের যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে।
এ প্রেক্ষাপটে ফালুজার বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে চলে যাওয়ার সুযোগ করে দিতে ইউনিসেফ নিরাপদ করিডোর খুলতে আবারো আহবান জানিয়েছে।
এদিকে মানব ঢাল হিসেবে বেসামরিক নাগরিকদের ব্যবহার করায় জাতিসংঘ আইএসকে অভিযুক্ত করেছে।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!