• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরানে সৌদি দূতাবাসে বিক্ষোভকারীদের আগুন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩, ২০১৬, ০১:৫৮ পিএম
ইরানে সৌদি দূতাবাসে বিক্ষোভকারীদের আগুন

সোনালীনিউজ ডেস্ক
সৌদি আরব প্রখ্যাত শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার জের ধরে রবিবার সকালে তেহরানে দেশটির দূতাবাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এই খবর জানিয়েছে এপি।
ইরানের আইএসএনএ সংবাদ সংস্থা জানায়, বিক্ষোভকারীরা আগুন লাগানোর পরেই ইরানের শীর্ষ পুলিশ কর্মকর্তা জেনারেল হোসেইন সাজেদিনিয়া ঘটনাস্থলে ছুটে গেছেন। শিয়া এই নেতার মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার জের ধরে মধ্যপ্রাচ্যে বিশ্বের অন্যান্য অঞ্চলে শিয়া নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার সৌদি আরব ৪৭ জন বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে যার মধ্যে ছিলেন ২০১১ সালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে সরকারবিরোধী আন্দোলনের শিয়া নেতা নিমর আল নিমর। ধারণা করা হচ্ছে এই মৃত্যুদণ্ড কার্যকরের জেরে সুন্নি-শিয়া দ্বন্দ্ব বৃদ্ধি পাবে। বিশেষ করে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সঙ্গে সম্পর্ক আরো অবনতির দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের রাজনীতিবিদরা বলেছেন, সৌদি রাজপরিবারকে নিমরের মৃত্যুর জন্য চড়া মূল্য দিতে হবে। এপি।

Wordbridge School
Link copied!