• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ইসরায়েলের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই’


নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০১৬, ০২:১৮ পিএম
‘ইসরায়েলের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই’

ইসরায়েলের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি ফিলিস্তিনের পক্ষে আছে, থাকবে।’

শুক্রবার বেলা পৌনে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিন।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আগামী ১৫ মে (রোববার) সারা দেশে এবং ১৬ মে (সোমবার) ঢাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

ফখরুল বলেন, ‘সরকার একের পর এক ষড়যন্ত্র করছে বিএনপিকে ধ্বংস করার জন্য।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বিরুদ্ধে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন।’

তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সরকার পরিবর্তনে শুধু নির্বাচনের মাধ্যমে বিশ্বাস করে বিএনপি, অন্য কোনো পথে নয়।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতারা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!