• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসলামে কোন কাজটি সর্বোত্তম


নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০১৬, ০৪:১৭ পিএম
ইসলামে কোন কাজটি সর্বোত্তম

সোনালীনিউজ ডেস্ক

আবূ মুসা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, তাঁরা (সাহাবায়ে কিরাম) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ্‌র রাসূল! ইসলামে কোন কাজটি সর্বোত্তম? তিনি বললেন “ যার জিহবা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে।"

(মুসলিম ১/১৪, হাঃ৪২, আহমাদ ৬৭৬৫) (আঃপ্রঃ ১০, ইফাঃ ১০)

একই ধরণের প্রশ্নে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্ণিত: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলিম সে-ই যার জিহবা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির সে-ই,আল্লাহ্‌ যা নিষেধ করেছেন তা যে বর্জন করে।

(৬৪৮৪; মুসলিম ১/১৪ হাঃ৪০, আহমাদ ৬৭৬৫) (আঃপ্রঃ ৯, ইফাঃ ৯)

আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিতঃ এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করল,ইসলামে কোন্‌ কাজটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে এবং পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম দিবে।

(২৮,৬২৩৬; মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫) (আঃপ্রঃ ১১, ইফা-১১)

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!