• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ঈদের পর দাম কমবে পেঁয়াজের’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১২, ২০১৮, ০৮:০৫ পিএম
‘ঈদের পর দাম কমবে পেঁয়াজের’

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতে অতিবৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে। এ কারণে আমদানি করা পেঁয়াজেরও দাম বাড়ছে।

তিনি বলেন, ঈদের আগে পেয়াজের দাম না কমলেও ঈদের পর দাম কমে যাবে।

রোববার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, ভারতে অতিবৃষ্টির কারণে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় আমাদের দেশের বাজারে এর প্রভাব পড়েছে। এছাড়া ঈদেরও একটা প্রভাব পড়েছে। আশা করছি ঈদের পর পেঁয়াজের দাম কমে যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করতে সরকার অঙ্গিকারবদ্ধ বলে জানান তিনি।

তোফায়েল আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি, কারণ তারা নির্বাচনে অংশ না নিলে গভীর সঙ্কটে পড়বে।

নির্বাচনকালীন সরকারে কারা থাকবে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই নির্বাচনকালীন সরকার গঠিত হবে। সেখানে বিএনপির থাকার কোনও সুযোগ নেই। কারণ বর্তমান সংসদে বিএনপির কোনো প্রতিনিধিত্ব নেই।

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে সংলাপ হবে না। প্রয়োজনও নাই। এর আগে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জু।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!