• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উদ্বোধনী ম্যাচের শুরুতেই সৌদির জালে এক গোল রাশিয়ার


ক্রীড়া ডেস্ক জুন ১৪, ২০১৮, ০৯:৩৬ পিএম
উদ্বোধনী ম্যাচের শুরুতেই সৌদির জালে এক গোল রাশিয়ার

ঢাকা: বছর, মাস, সপ্তাহ, দিন সর্বশেষ ঘন্টা বেজে গেছে রাশিয়া বিশ্বকাপের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বাগতিক রাশিয়া আর সৌদি আরবের ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল মাঠের লড়াই। বাংলাদেশ সময় রাত ৯টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইউরোপ ও এয়িশার দুই দেশের ফুটবল যুদ্ধ। এই যুদ্ধে আপাতত এগিয়ে গেছে রুশ ফুটবল দল।  

শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণ। স্বাগতিক সমর্থকপুষ্ট রাশিয়া শুরু থেকেই সবচেয়ে বেশি আক্রমণাত্মক। আক্রমণের পসরা সাজিয়ে বসে তারা সৌদি আরবের রক্ষণভাগে।  ম্যাচের ১২ মিনিটে কর্ণার থেকে দারুণ এক গোল দিয়ে স্বাগতিক রাশিয়াকে এগিয়ে দেন ইউরি গাজিনস্কিয়ি।

রাশিয়া একাদশ:
গোলরক্ষক: ইগর আকিনফিভ
রক্ষণভাগ: মারিও ফারনান্দেস, সের্গেই ইগনাশেভিচ, ইলিয়া কুতেপভ
মধ্যমভাগ: ইউরি গাজিনস্কিয়ি, আলান জাগোয়েভ, রোমান জোবনিন, আলেক্সান্দর গোলোভিন, ইউরি ঝিরকভ, আলেক্সান্দর সামেদভ
আক্রমণভাগ: ফেদর স্মলভ।

সৌদি একাদশ:
গোলরক্ষক: আবদুল্লাহ আল মাইয়ুফ।
রক্ষণভাগ: মোহাম্মদ আল বোরায়েক, ওমার হাউসাবি, ওসামা হাউসাবি, আল শাহরানি।
মধ্যমভাগ: আবদুল্লাহ ওতাইফ, সালেম আল দাউসারি, সালমান আল ফারাজ, তাইসির আল জাসিম, ইয়াহিয়া আল শেহরি।
আক্রমণভাগ: মোহাম্মদ আল সাহলাবি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!