• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উদ্ভট স্থাপনা নিষিদ্ধ করলো চীন


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০১৬, ০৬:১৪ পিএম
উদ্ভট স্থাপনা নিষিদ্ধ করলো চীন

সোনালীনিউজ ডেস্ক

স্থাপত্যকলা ব্যবহার করে বিচিত্র ভবন নির্মাণ করা আধুনিক বিশ্বের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তবে এই অতি আধুনিক বা অনেক ক্ষেত্রে উদ্ভট স্থাপত্যগুলো আধুনিক সভ্যতার নিদর্শন হিসেবেও পরিচিত। এ ধরনের নকশা শিল্পের অগ্রগতিতে মানুষের কলাকৌশলের পারদর্শিতা নিয়ে একধরনের চমক ধরিয়ে দেয়। নতুন নতুন নকশায় মুগ্ধতা যেমন আছে, তেমনি আবার বিরক্ত হন অনেকে। চীনা সরকারও এই জাতীয় উদ্ভট সুন্দর স্থাপত্য ভবনের উপর বিরক্ত।

এই বিরক্তির কারণ শুধু এই না যে, প্রকৌশলীরা কিম্ভূতকিমাকার ভবন তৈরি করছেন। বরং অনেক ক্ষেত্রে চীনা প্রকৌশলীরা যে পাশ্চাত্য সংস্কৃতি ও দর্শন অনুসরণ সেই মত নকশা করছেন এবং চীনের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন সেটাও চীন সরকারের বিরক্তির আরেকটা বড় কারণ। ঠিক এই কারণেই তারা এরকম অনেক অদ্ভুত ভবনের কড়া সমালোচনা করেছেন। শুধু সমালোচনা করেই ছাড়েননি, এবার তারা আইন করে নিষিদ্ধ করেছেন এই জাতীয় ভবন।

ব্যাপক শিল্পায়নের সাথে সাথে বিগত এক দশকে চীনে গড়ে উঠেছে অত্যাধুনিক সব ভবন। প্রকৌশলীদের কল্পনার দৌড়ের বিচিত্রতা ফুটে উঠেছে ‘চায়ের পেয়ালা’ কিংবা ‘প্যান্ট’ আকৃতির ভবনের নকশায়।

এই জাতীয় নকশার ভবন চীন সরকার আর অনুমতি দেবেনা। নতুন আইন অনুসারে এখনকার ভবনগুলো হতে হবে দৃষ্টি নান্দনিক, পরিবেশ বান্ধব এবং অর্থ সাশ্রয়ী। অন্যকথায় বলতে গেলে এখনকার ভবন হতে হবে সরকারের মন মত। চীনে ঠিক কি ধরনের ভবন ইতিমধ্যে নির্মিত হয়েছে তার কিছু নমুনা নিচে তুলে ধরা হলো :

নাটকীয় এবং উপবৃত্তাকার দেখতে আরেকটি হোটেল হচ্ছে শেরাটন হট স্প্রিং রিসোর্ট। এটি তাইহু লেকের পাড়ে অবস্থিত।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!