• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উন্নয়নের বিস্ময়কর ধারা দুই বছরে আরো বেগবান: তথ্যমন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০১৬, ০৭:২৭ পিএম
উন্নয়নের বিস্ময়কর ধারা দুই বছরে আরো বেগবান: তথ্যমন

নিজস্ব প্রতিবেদক

সরকারের চলতি মেয়াদের দু’বছর পূর্তি দিবসে উন্নয়নের বিস্ময়কর ধারা গত দুই বছরে আরো বেগবান হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাব হলে বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) আয়োজিত ‘গণতন্ত্র ও উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার আগুনযুদ্ধ ও জঙ্গিতাণ্ডব পরাজিত করে সরকার উন্নয়নের বিস্ময়কর ধারা আরো বেগবান করেছে এবং নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রেখেছে।’

জলবায়ু পরিবর্তন মোকাবেলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ, সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জন, খাদ্যশস্য-মৎস্য ও বিদ্যুৎ উৎপাদন, স্কুলশিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, বৈদেশিক মুদ্রা অর্জন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ যোগাযোগ অবকাঠামো নির্মাণে শেখ হাসিনার সরকার উন্নয়নের যে বিস্ময়কর ধারা সূচনা করেছিল, গত দুই বছরে তা আরো গতিশীল হয়েছে, বলেন হাসানুল হক ইনু।

উন্নয়নের এই ধারার চ্যালেঞ্জ হিসেবে মন্ত্রী বলেন, ‘আগুনসন্ত্রাসী খালেদার বিচার, জঙ্গিতন্ত্র সম্পূর্ণ ধ্বংস করা, সুশাসনের জন্য দুর্নীতি ও দলবাজি বন্ধ করা এবং প্রবৃদ্ধি হার শতকরা ৭ ভাগে উন্নীত করাই হচ্ছে এখনকার সবচেয়ে চ্যালেঞ্জ।’

বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এর সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়–য়ার সভাপতিত্বে অধ্যাপক মেসবাহ কামাল বিশেষ অতিথি হিসেবে এবং অন্যান্যের মধ্যে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা: শাহাদৎ হোসেন, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এস কে শিকদার এবং কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা: ওয়াজেদুল ইসলাম।

এর আগে তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘আমারহেলথ ডটকম’ আয়োজিত ‘অনুমোদনহীন মশার কয়েল জনস্বাস্থ্যের বিপর্যয় ডেকে আনছে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে পরিস্কার রাখতে যেমন জঙ্গিবাদ-দলবাজি-সন্ত্রাস বন্ধ করা আবশ্যক, তেমনি জনস্বাস্থ্য রক্ষায় অনুমোদনহীন মশার কয়েলসহ খাদ্য ও পণসামগ্রীতে ভেজাল দেয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সার্বক্ষণিক নজরদারি ও গণমাধ্যমকে এবিষয়ে সচেতনতামূলক প্রচারে ব্রতী হতে হবে।’

স্বাস্থ্য বিষয়ক অনলাইন পোর্টাল ‘আমারহেলথ ডটকম’ এর সম্পাদক ডা: অপূর্ব পন্ডিতের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন ও সেমিনার পরিচালনা করেন ন্যাশনাল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: ওয়ানাইজা। ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) এর প্যারাসাইটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা: বে-নজির বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সেমিনারে বক্তারা অনুমোদনহীন মশার কয়েলের তীব্র ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে অবিলম্বে এর উৎপাদন বন্ধের দাবি জানান।

 

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!