• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একনেকে ২৭৪৪ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন


বিশেষ প্রতিনিধি মে ৩১, ২০১৬, ০২:০৭ পিএম
একনেকে ২৭৪৪ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

২ হাজার ৭৪৪ কোটি ৮৯ লাখ টাকায় ব্যয়ে ৬টি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার ( ৩১ মে) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের নিয়মিত সভায় এ ৬ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, আইএমইডির সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বলেন, সভায় মোট ৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৪৪ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে ১ হাজার ১৫৪ কোটি ৮০ লাখ টাকার সরকারি অর্থায়ন থাকবে। একইসঙ্গে প্রকল্প সাহায্য থেকে পাওয়া যাবে ১ হাজার ৫৯০ কোটি ৯ লাখ টাকা।

সোনালীনিউজ/ঢাকা/ জেডআরসি
 

Wordbridge School
Link copied!