• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক ইলিশের দাম ১০ হাজার!


পটুয়াখালী প্রতিনিধি আগস্ট ১০, ২০১৮, ০৩:২৯ পিএম
এক ইলিশের দাম ১০ হাজার!

পটুয়াখালী: একটি ইলিশের দাম হাঁকানো হয়েছে ১০ হাজার টাকা! মাছটি যে আহামরি বড় তাও নয়। মাত্র আড়াই কেজি ওজনের।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকার মাছ বাজারে এ ইলিশটি ওঠে।

তবে শুক্রবার (১০ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত ইলিশটি বিক্রি হয়নি বলে জানিয়েছের মাছ বিক্রেতা মো. বশির আহমেদ।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, পটুয়াখালীর মাছের বাজারে এর চেয়ে বড় ইলিশ আর কখনও ওঠেনি।

এদিকে বিশাল আকৃতির এ ইলিশ মাছটি দেখার জন্য উৎসুক ক্রেতারা বৃহস্পতিবার (৯ আগস্ট) সন্ধ্যায় নতুন বাজার এলাকার মাছের বাজারে ভিড় জমান। কিন্তু মাছটির দাম কেজি প্রতি চার হাজার টাকা শুনে ক্রেতারা অল্পেতেই কেটে পড়েন। এর ফলে এ ইলিশটি এখনও অবিক্রিতই রয়ে গেছে।

মাছ বিক্রেতারা জানায়, ভরা মৌসুমেও পটুয়াখালীতে ইলিশের আকাল চলছে। নদী কিংবা সাগরে কোথাও তেমন ইলিশ নেই। এ অবস্থায় বৃহস্পতিবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে পটুয়াখালীর শহরের নতুন বাজার এলাকায় মাছের বাজারে আড়াই কেজি ওজনের এ ইলিশটি ওঠে।

মাছ বিক্রেতা মো. বশির আহমেদ জানান, এ ইলিশটি বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকেলে পায়রা নদীতে ধরা পড়ে। সেখান থেকে অনেক চড়া দামে মাছটি কিনে এনেছেন। পায়রা নদীর ইলিশ সুস্বাদু হওয়ার কারণে অন্যান্য নদী বা সাগরের ইলিশের চেয়ে দাম একটু বেশি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!