• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এটিএম বুথ জালিয়াতি : আটক চীনার বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০১৬, ১২:৫১ পিএম
এটিএম বুথ জালিয়াতি : আটক চীনার বিরুদ্ধে মামলা

রাজধানীর এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের বুথ থেকে জালিয়াতি করে অর্থ তোলার সময় র‌্যাবের হাতে আটক চীনা নাগরিক জ্যু জিয়ানহুইয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে র‌্যাব বাদী হয়ে রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করা হয়।

র‌্যাব-২ এর মেজর আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আইসিটি অ্যাক্ট (তথ্যপ্রযুক্তি আইনে) ও পেনাল কোডের দু’টি ধারায় চিনা ওই নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জ্যু জিয়ানহুইয়ের সঙ্গে আন্তর্জাতিক জালিয়াত চক্রের কোনো যোগসাজশ আছে কি না সেটিও তদন্তে করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের বুথ থেকে ‘জালিয়াতি’ করে অর্থ তোলার সময় র‌্যাব-২ এর সদস্যরা চিনা নাগরিক জ্যু জিয়ানহুইকে হাতেনাতে আটক করেন।

এ সময় তার কাছ থেকে দু’টি ইন্টারন্যাশনাল এটিএম কার্ড ও নগদ ৬৬ হাজার টাকা পাওয়া যায়। কার্ডগুলো র‌্যাব সদস্যরা বর্তমানে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন।

সোনালীনিউজ/ঢাকা/আমা
 

Wordbridge School
Link copied!