• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এনটিনি জিম্বাবুয়ের নতুন কোচ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০১৬, ০৪:৩০ পিএম
এনটিনি জিম্বাবুয়ের নতুন কোচ

সোনালীনিউজ ডেস্ক
পরাজয়ের তকমা জুড়ে যাচ্ছে টেস্ট মর্যাদা পাওয়া জিম্বাবুয়ে দলের গলায়। খারাপ সময় যেন শেষই হতে চাইছে না তাদের। আফগানিস্তানের মত দলের বিপক্ষেও ওয়ানডে সিরিজ এবং টোয়েন্টি২০ সিরিজ দুটোতেই হেরেছেন তারা। আর এই দুঃসময়ের অবসান ঘটাতেই দলে নতুন কোচের আগমন ঘটাতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মাখায়া এনটিনি এবং ব্যাটিং পরামর্শক হিসেবে শ্রীলঙ্কার মারাভান আতাপাত্তু যোগদান করবেন জিম্বাবুয়ে দলে।

সোমবার জিম্বাবুয়ে ক্রিকেট ওয়েব সাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এনটিনি দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আর ১৫ জানুয়ারি জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে টোয়েন্টি২০ ম্যাচের সময় থেকেই আতাপাত্তু যোগ দিবেন।

এনটিনি ১৬ ফেব্রুয়ারি থেকে জিম্বাবুয়ে দলে যোগ দিবেন। ৩৮ বছর বয়সী এনটিনি তার ক্যারিয়ারে ১০১টি টেস্ট ম্যাচ, ১৭৩টি ওয়ানডে ম্যাচ এবং ১০টি টোয়েন্টি২০ ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে।

আতাপাত্তু শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক এবং কোচ হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি শ্রীলঙ্কার হয়ে ৯০টি টেস্ট ম্যাচ খেলেছেন। তার সেঞ্চুরির সংখ্যা টেস্ট ম্যাচে ১৬টি এবং ওয়ানডে ম্যাচে ১১টি।

সোনালীনিউজ/ঢাকা/তা

Wordbridge School
Link copied!