• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার অটোরিকশায় চলাচলে ‘মেট্রো সিএনজি অ্যাপ’


বিশেষ প্রতিনিধি মার্চ ১১, ২০১৮, ০২:৪১ পিএম
এবার অটোরিকশায় চলাচলে ‘মেট্রো সিএনজি অ্যাপ’

ঢাকা : রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হলো রাইড শেয়ার অ্যাপ ‘মেট্রো সিএনজি’। প্রাইভেটকার ও মোটরসাইকেলের পর এবার সিএনজি অটোরিকশাতেও এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা খুব সহজে ও সরকার নির্ধারিত ভাড়ায় যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

‘মেট্রো সিএনজি’ অ্যাপ কর্তৃপক্ষের দাবি, এই অ্যাপ ব্যবহার করে চালক-যাত্রী উভয়ই উপকৃত হবে। কমবে ভোগান্তিও।

নগরবসীর এখন পছন্দের বাহন হয়ে উঠছে রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’ ও ‘উবার’-এর মাধ্যমে প্রাইভেটকার ও মোটরসাইকেলে যাতায়াত। এতে সিএনজি অটোরিকশার ভাড়া কমে ক্ষতির মুখে পড়েন চালকরা। এমন দাবি থেকেই আলোচনায় আসে অটোরিকশাও অ্যাপের মাধ্যমে চলাচলের।

অবশেষে শনিবার (১০ মার্চ ) জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে চালু হলো রাইড শেয়ার অ্যাপ ‘মেট্রো সিএনজি’।

অ্যাপভিত্তিক এ অটোরিকশার ভাড়া প্রথম দুই কিলোমিটার ৪০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার ১২ টাকা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট ২ টাকা। এই অ্যাপে যাত্রী ও চালকের নিরাপত্তার জন্য ৯৯৯-এ কলের সুবিধা থাকছে।

আপাতত রাজধানী ঢাকা ও চট্টগ্রাম নগরীতে চলবে এ সেবা। এই অ্যাপের সাহায্যে প্রথম পর্যায়ে ২০০ সিএনজিচালিত অটোরিকশা চলাচল করবে। কিন্তু অ্যাপে চালাতে সম্মতরা এখনো এতে অভ্যস্ত হয়নি।

অ্যাপ কর্তৃপক্ষ চালকদের অভ্যস্ত করার উদ্যোগের কথা বললেও অ্যাপের মাধ্যমে অটোরিকশা সেবা কতটা সফল হবে তা সময়ই বলে দেবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!