• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার রিয়াল ও অ্যাটলেটিকোর ওপর ফিফার নিষেধাজ্ঞা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৬, ০২:৪৭ পিএম
এবার রিয়াল ও অ্যাটলেটিকোর ওপর ফিফার নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
ফের লা লিগার কোনো ক্লাবের উপর জারি হলো ফিফার ‘ট্রান্সফার ব্যান’৷ বার্সেলোনার পর এবার স্পেনের অন্য দুই সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকেও এই নিষেধাজ্ঞার কবলে পড়তে হল৷ ফলে আগামী দুটি ট্রান্সফার উইন্ডোতে তারা অংশ নিতে পারবে না৷ তবে চলতি দলবদলের বাজারে তাদের উপর এই নিষেধাজ্ঞা জারি হবে না৷
 
কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? ফিফার তরফ থেকে জানান হয়েছে, ১৮ বছরের কম বয়সি আন্তর্জাতিক খেলোয়াড়দের সই করানোর ক্ষেত্রে নিয়ম ভেঙেছে মাদ্রিদের দুই ক্লাবই৷ ফলে বিশ্ব ফুটবলে নিয়ামক সংস্থা দু’টি দলকেই এই শাস্তি দিয়েছে৷ যার ফল স্বরূপ জানুয়ারি মাসের দলবদলের বাজার বন্ধ হয়ে যাওয়ার পর চলতি বছরের জুলাই-অগস্ট মাসের ট্রান্সফার উইন্ডো ও পরের বছরের জানুয়ারি মাসের উইন্ডোতে অংশ নিতে পারবে না৷ শুধু ট্রান্সফার উইন্ডো নয়, বিরাট অঙ্কের আর্থিক জরিমানাও হয়েছে দুই ক্লাবের৷ রিয়ালকে যেখানে দিতে হবে ২ লক্ষ ৪৯ হাজার পাউন্ড, সেখানে অ্যাটলেটিকোকে দিতে হবে ৬ লক্ষ ২২ হাজার পাউন্ড৷

২০১৪ সালের এপ্রিলে একই ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছিল লা লিগার গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার উপর৷ তারাও ১৮ বছরের নীচে আন্তর্জাতিক ফুটবলার কেনা-বেচার ক্ষেত্রে ফিফার নিয়ম ভেঙেছিল৷ বার্সার নিষেধাজ্ঞা চলতি বছর জানুয়ারিতেই শেষ হয়েছে৷ ওই সময়ে তারা ফুটবলার সই করালেও খেলাতে পারে নি৷ ফলে রিয়াল কর্তারাও আশাবাদী বার্সেলোনার মতো কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে আবেদন করলে তাদের উপর থেকেও নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হবে৷
সোনালীনিউজ/তা

Wordbridge School
Link copied!