• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘এমন চুমুতে আমার বান্ধবী মোটেও খুশি নয়’


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৩, ২০১৮, ১১:০১ এএম
‘এমন চুমুতে আমার বান্ধবী মোটেও খুশি নয়’

ঢাকা : কেপ টাউনে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে উইকেট শিকারের পর ডান-হাতি পেসার কাগিসো রাবাদার কপালে চুমু দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। তবে ডু-প্লেসিসের চুমুতে ক্ষুব্ধ হয়েছেন রাবাদা বান্ধবী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ডু-প্লেসিসকে তেমনটাই জানিয়েছেন রাবাদা। আর সেটি নিয়ে মজা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। আইসিসি মজা করে জানায়, ‘এমন চুমুতে অনেকেই খুশী নয়।’

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৮৬ রান করে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ইনিংসে জবাব দিতে নেমে ৯২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত। এমন অবস্থায় দলের হাল ধরেন ভারতের অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। সাত নম্বরে ব্যাট হাতে নেমে দলকে দক্ষতার সাথে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন পান্ডিয়া। ফলে ব্যক্তিগতভাবে সেঞ্চুরির দোড়গোড়ায় পৌছেও যান তিনি। এমন সময় পান্ডিয়াকে ৯৩ রানে থামিয়ে দেন দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদা। দলকে দুর্দান্ত এক ব্রেত-থ্রু এনে দেয়ায় আনন্দে আত্মহারা হয়ে রাবাদার কপালে চুমু দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু-প্লেসিস।

ম্যাচ শেষ হবার একদিন পর নিজের টুইটারে রাবাদাকে চুমু দেয়া ছবি পোষ্ট করে সেটির ক্যাপশনে ডু-প্লেসিস লিখেন, ‘বিশ্বের এক নম্বর ফাস্ট বোলার হলে এমন পুরস্কারই পাবে। দুর্দান্ত পারফরমেন্স তোমার। তুমি এটার প্রাপ্য।’

ডু-প্লেসিসের এমন পোষ্টের পর টুইটারে অনুসারীদের ভালোবাসার সাড়া পড়ে। এরমাঝে ঐ পোষ্টে মন্তব্যে করে বসেন রাবাদা। তার মন্তব্য ছিলো- ‘এমন কাজে আমার বান্ধবী কিন্তু মোটেও খুশি নয়।’

রাবাদার এমন মন্তব্যে দারুন মজা পেয়েছেন টুইটারে অনুসারীরা। সেই অনুসারীদের মধ্যে ছিলো আইসিসিও। ডু-প্লেসিসের সেই ছবি ও রাবাদা ঐ মন্তব্যে টুইট করে মজার মাত্রা বাড়িয়ে দেন আইসিসি। আইসিসি মন্তব্য করেছে, ‘বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের প্রতি নিজের ভালোবাসা দেখাচ্ছেন ডু-প্লেসিস। তবে সবাই কিন্তু এতে খুশি হতে পারেনি।’

ভারতের বিপক্ষে কেপ টাউন টেস্টে ৫ উইকেট নিয়ে আবারো টেস্ট বোলারদের র‌্যাংকিং-এ শীর্ষে উঠেন রাবাদা। আর ঐ টেস্ট ৭২ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল থেকে সেঞ্চুরিয়ানে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!