• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওবামার পোষা কুকুর অপহরণ চেষ্টার অভিযোগ আটক ১


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৯, ২০১৬, ০৮:৩৪ পিএম
ওবামার পোষা কুকুর অপহরণ চেষ্টার অভিযোগ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পোষা কুকুর অপহরণ চেষ্টার অভিযোগে স্কট স্টকার্ট নামের এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ।

ওয়াশিংটন ডিসির পুলিশ ৪৯ বছর বয়সি স্টর্কেটের আটকের সময় তার গাড়ি থেকে একটি শটগান, একটি রাইফেল ও চাপাতিও উদ্ধার করা হয়।
শনিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

খবরে বলা হয়, আটককৃত স্কট স্টকার্ট নামে মার্কিন প্রেসিডেন্টের পোষা কুকুর বো এবং সানিকে অপহরণের পরিকল্পনা করছিল।

এদিকে, আটক ওই ব্যক্তি নিজেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও অভিনেত্রী মেরিলিন মনরোর ছেলে বলে দাবি করেছেন। এছাড়া তিনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন বলেও দাবি করেছেন। স্টকের্টের বিরুদ্ধে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আগ্নেয়াস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!