• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
নারায়ণগঞ্জের রাজনীতি

ওসমান ভাইদের দৌরাত্ম আর কত দিন


নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০১৬, ০৩:৫৯ পিএম
ওসমান ভাইদের দৌরাত্ম আর কত দিন

নারায়ণগঞ্জের রাজনীতিতে ওসমান ভাইদের বিশেষ বিশেষ কাজকর্মে পুরো দেশ গরম হয়ে যায়। যেমন ত্বকীহত্যা, নুর হোসেন ও র‌্যাব কর্মকর্তাদের নেতৃত্বে দেশ কাপানো সাত খুন, আর এবার স্কুল শিক্ষক নির্যাতন ও বরখাস্তকরন। তিন ওসমানের একজন নাসিম ওসমান গত হয়েছেন বেশকিছুদিন আগে। জীবিত অবস্থায় তিনি জাপা এমপি ছিলেন, তার ছেলে ত্বকী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী, বলা যায় বাপ কা বেটা। শুধু বাপ কা বেটা কেন বলা যায় দাদা কা নাতি।

নারায়নগজ্ঞের সিটি মেয়র আইভিকে এবং সংসদ সদস্য থাকা অবস্থায় চিত্র নায়িকা  ও চাচী কবরীকে কম জ্বালাতন করেনি এই ওসমান ভাইরা। মেয়র আইভি এখন ত্যক্ত বিরক্ত। আইভির বাবা চুনকাকে কমজ্বালাতন করেননি এই তিন ওসমানের পিতা। এসব ঘটনা শুধু নারায়নগজ্ঞবাসীরা নয় অনেকেই প্রত্যক্ষ করেছেন। মাত্র তিন দিন হলো ছাত্র পেটানো ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে কান ধরে উঠ-বস করানো নারায়ণগঞ্জের সেই প্রধান শিক্ষককে এবার বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ সেলিম ওসমানের ইশারায়। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে সারাদেশে প্রতিবাদের মধ্যে উল্টো ওই শিক্ষকের চাকরি হারানোর খবর এলো। বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুকুল ইসলাম স্বাক্ষরিত বরখাস্তের ওই চিঠি হাতে পেয়েছেন বলে জানান স্কুলটির প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। চিঠিতে স্বাক্ষরের তারিখ হিসেবে ১৬ মে উল্লেখ আছে। কারণ হিসেবে তার অনুপস্থিতির কথা বলা হয়েছে। আমাকে লাঞ্ছিতের পর এবার চাকুরিচ্যুত করা হল। ওই দিনের ঘটনার পর থেকে আমি হাসপাতালে চিকিৎসাধীন। এটাকে অনুপস্থিতি দেখিয়ে আমাকে চাকুরিচ্যুত করা হয়েছে, বলেন ওই শিক্ষক। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে শ্যামল কান্তি ভক্তকে পিটিয়ে জখম করে স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান তাকে কান ধরে উঠবস করতে বাধ্য করেন। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পাশাপাশি শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের শাস্তির দাবি উঠেছে। হাইকোর্ট তিন দিনের মধ্যে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা পুলিশের উর্ধতন কর্মকর্তাকে জানাতে নির্দেম দিয়েছে।

এদিকে ওই ঘটনায় পুলিশ কোনো ফৌজদারি অপরাধ না দেখলেও আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ ঘটনায় অপরাধীদের শাস্তি পেতে হবে। শিক্ষককে কান ধরে উঠ-বস করানো, এটা আমার দৃষ্টিতে অত্যন্ত নিন্দনীয়। এটা কিন্তু একটা অপরাধ। যারা এ অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে নিশ্চয়ই শাস্তিভোগ করতে হবে। কারণ আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। এটা আমরা কোনোভাবেই বরদাশত করতে পারি না। তদন্ত কমিটিও ইতোমধ্যে কাজ শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। প্রধান শিক্ষককে বরখাস্তের চিঠির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এতে বলা হয়, আপনার (প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত) বিরুদ্ধে ছাত্রদের উপর শারীরিক নির্যাতন, বিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরি দেওয়ার নাম করে অর্থগ্রহণ, ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ মন্তব্য ও বিদ্যালয়ে ছুটি ব্যতিরেকে অনুপস্থিত থাকা এবং প্রায়ই দেরি করে আসার অভিযোগ ম্যানেজিং কমিটির সভায় উত্থাপিত হয়। পূর্বেও আপনার বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপিত হয়েছে এবং আপনাকে বহুবার সর্তক করা হয়েছে। কিন্তু আপনি এরূপ অবৈধ কর্মকান্ড থেকে বিরত হননি। তাই গত ১৩ মে ম্যানেজিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আপনাকে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে সাময়িক বরখাস্ত করা হল। তবে অর্থ গ্রহণের অভিযোগ সম্পর্কে ম্যানেজিং কমিটির সদস্য মোবারক হোসেন সাংবাদিকদের বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির কোনো অভিযোগ নেই। তবে তিনি কারো কোনো কথা শুনতেন না। ম্যানেজিং কমিটির ওই সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে চাকুরিচ্যুত করা হয়েছে।

এদিকে গত রোববার সভা করে দেশের বাইরে চলে যান ম্যানেজিং কমিটির সভাপতি ফারুকুল। তিনি কীভাবে ১৬ মে স্বাক্ষর করলেন এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি মোবারক হোসেন। জানিনা কেন পুরো দেশ ক্ষেপিয়ে অন্যায় করে ওসমান ভাইয়েরা কিছু দিন প্রচারে আসেন । তাদের কাজকে কেউ ভাল না বললেও তারা তা চালিয়ে যান। এটা প্রচার পাওয়ার কৌশল না ওসমান পরিবারের বংশ পরম্পরায় স্বভাবদোষ-ভবিষ্যত তা বলে দেবে। জানিনা নারায়নগঞ্জ আর কতদিন এই পরিবারের হাতে বন্দী থাকবে।

সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!