• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০১৬, ০১:৪৬ পিএম
ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির

সোনালীনিউজ ডেস্ক
শ্লীলতাহানির মামলায় যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকরসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলাটির অন্য চার আসামি হচ্ছেন : যাত্রাবাড়ী থানার এসআই জসিম, এসআই জামান, কনস্টেবল দেবাশীষ ও মুগদা থানার এসআই আবদুল কাদের। বাদিনীর জবানবন্দি গ্রহণ শেষে আজ বৃহস্পতিবার ঢাকার সিএমএমকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম। বাদিনীর আইনজীবী শহীদুল হক বিষয়টি জানান।
বুধবার শ্লীলতাহানির অভিযোগ এনে যাত্রাবাড়ী থানার ওসিসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেন এক নারী। ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম বাদিনীর আংশিক জবানবন্দি গ্রহণ করেন। পরে আজ বৃহস্পতিবার বাকি জবানবন্দি গ্রহণ শেষে মামলা গ্রহণের বিষয়ে আদেশের দিন ধার্য করেন। মামলায় উল্লেখ করা হয়, মুগদা থানার এসআই আবদুল কাদেরের মেয়ের সঙ্গে মামলার বাদিনীর ছোট ভাই ইমরানের ২০১৫ সালের ৪ অক্টোবর বিয়ে হয়। কিন্তু মেয়ের বাবা আবদুল কাদের এ বিয়ে মেনে নেননি। তিনি ইমরানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা করেন। পরে ইমরান আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেন।
সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!