• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কমলো জ্বালানি তেলের দাম


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০১৬, ০৯:৫০ এএম
কমলো জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

ডিজেল, পেট্রল, কেরোসিন ও অকটেনের দাম কমেছে। লিটারে ডিজেল ও কোরোসিনে ৩ টাকা করে এবং পেট্রল ও অকটেনে ১০ টাকা করে কমেছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৬৮ টাকার পরিবর্তে ৬৫ টাকায় বিক্রি হবে। প্রতি লিটার পেট্রলের দাম ৯৬ টাকা থেকে কমে ৮৬ টাকা ও অকটেনের দাম ৯৯ টাকা থেকে ৮৯ টাকা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে রবিবার জ্বালানি তেলের দাম কমিয়ে আদেশ জারি করা হয়েছে। নতুন মূল্য রবিবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে দফায় দফায় জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে সরকার কোনো ধরনের জ্বালানি তেলের দাম কমায়নি। যদিও বিভিন্ন মহল থেকে জ্বালানি তেলের দাম কামনোর দাবি ছিল। সেই প্রেক্ষাপটে গত ৩১ মার্চ প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৬০ টাকা থেকে কমিয়ে ৪২ টাকা করে সরকার। এখন ডিজেল, পেট্রল, কেরোসিন ও অকটেনের দাম কমানো হলো।

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!