• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কর্মী ছাটাই করছে ইন্টেল


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০১৬, ০৯:৪১ পিএম
কর্মী ছাটাই করছে ইন্টেল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

কর্মী ছাটাই করতে চলেছে পৃথিবীর শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। বিভিন্ন পদে কয়েক হাজার কর্মী ছাটাই করবে প্রতিষ্ঠানটি।

এর আগে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ১ হাজার ১০০ এর বেশি কর্মী ছাঁটাই করে ইন্টেল। এবার গোটা বিশ্বেই চলবে ছাঁটাই প্রক্রিয়া।

ইন্টেলের একজন মূখপাত্র জানিয়েছেন, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ছাঁটাই করা হবে উচ্চপদস্থ বা এগজিকিউটিভ র‌্যাঙ্কের কর্মীদের একাংশকে। তারপর পর্যায়ক্রমে বিভিন্ন পদে চলবে ওই প্রক্রিয়া।

গত ডিসেম্বরের হিসেব অনুযায়ী, গোটা বিশ্বে ইন্টেলের মোট কর্মী সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ৩০০ জন।

ইন্টেল জানিয়েছে, ২০১৪ সালে ৫ শতাংশ কর্মী ছাটাই করা হয়েছিল। তখন চাকরি হারিয়েছিলেন ৫ হাজারেরও বেশি কর্মী। এবার শতাংশের নিরিখে সংখ্যাটা দু'অঙ্কের হবে। যার নির্যাস, ছাঁটাইয়ের পরিমাণ ১০ হাজারেরও বেশি হতে পারে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!