• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কাঁচা পাট রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৭, ২০১৬, ০৬:২৮ পিএম
কাঁচা পাট রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে কাঁচা পাট রফতানিতে সরকারের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানিয়েছেন ভারতের নতুন হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

তিনি আজ রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে এক বৈঠকে বিষয়টি তুললে তা বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী।

বৈঠক শেষে শ্রিংলা বলেন, আমরা সকল বিষয়ে আলোচনা অব্যাহত রাখব, যার মধ্যে ভারতীয় কোম্পানিগুলোর কিছু ইস্যু রয়েছে- যেমন, বাংলাদেশ থেকে পাট রফতানি। বাংলাদেশ থেকে আমদানিকৃত এই পাটের উপর নির্ভরশীল ভারতীয় অনেক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে পাট নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় অংশ নেয়া অতিরিক্ত বাণিজ্য সচিব মনোজ কুমার রায় বলেন, যেহেতু নিষেধাজ্ঞাটি পাট মন্ত্রণালয়ের, তাই আগে তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নসহ অনেকেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছেন।
উল্লেখ্য, পণ্যে পাটের মোড়কের ব্যবহার নিশ্চিত করতে গত ৩ ডিসেম্বর সব ধরনের কাঁচা পাট রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। পরে ৬ ডিসেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয় জানায়, গত বছরের ৩ নভেম্বরের আগে ইস্যু করা ২৫১টি এলসির (লেটার অব ক্রেডিট) বিপরীতে একচল্লিশটি প্রতিষ্ঠানকে ‘বিশেষ প্রক্রিয়ায়’ দুই লাখ ৭৭ হাজার বেল কাঁচা পাট রফতানির অনুমোদন দিয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!