• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কারাভোগ শেষে দেশে ফিরল ভারতীয় এক নাগরিক


হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জুন ১৪, ২০১৮, ০৭:৩৭ পিএম
কারাভোগ শেষে দেশে ফিরল ভারতীয় এক নাগরিক

দিনাজপুর : জেলার হিলি ইমিগ্রেশন দিয়ে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৪ মাস কারাভোগ শেষে নাজির রহমান (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে ওই দেশের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেছে হিলি ইমিগ্রেশন পুলিশ।

গত বৃহস্পতিবার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্য রেখা দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই যুবককে ভারতীয় অভিবাসন পুলিশের নিকট হস্তান্তর করেন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ। সে ভারতের আসাম প্রদেশের ভঁংগাইদহ  জেলার মানিকপুর উপজেলার দুধপড়ি শিমলগাড়ী গ্রামের মৃত দানেস আলীর ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আফতাব হোসেন জানান, আজ থেকে ১৪ মাস আগে কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়া এই যুবক ভারত থেকে  বাংলাদেশে প্রবেশ করে, তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় তাকে বিজিবি আটক করে। পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত তার ১৪ মাসের সাজা দেন। সাজা শেষ  হওয়ায় তাকে দেশের প্রক্রিয়া অনুযায়ী ভারতের অভিবাসন পুলিশের নিকট সমাপন করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!