• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাল শুরু হচ্ছে জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস


স্পোর্টস ডেস্ক মে ২৬, ২০১৬, ০১:৩৬ পিএম
কাল শুরু হচ্ছে জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস

কাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে হাজী নুরুল ইসলাম স্মৃতি ৩২তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক)অ্যাথলেটিক প্রতিযোগিতা। দু’দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ২৮ মে শনিবার।

বালক, বালিকা, কিশোর ও কিশোরী এই চারটি বিভাগে ৩৪টি ইভেন্টে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বালক ও বালিকাদের ১৪টি এবং কিশোর ও কিশোরীদের ২০টি ইভেন্ট থাকবে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চেঙ্গিস। তিনি বলেন, এবারের প্রতিযোগিতায় দেশের ৬৪টি জেলা ৭টি বিভাগ ও শিক্ষা বোর্ডের প্রায় ছয় শতাধিক জুনিয়র (বয়স ভিত্তিক) এ্যাথলেট এই মিটে অংশ নিচ্ছে। অ্যাথলেটিকস ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম, যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন এবং কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শুক্রবার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!