• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ডাকাতের হামলায় প্রাক্তন আনসার সদস্য নিহত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১১, ২০১৬, ০১:০৫ পিএম
কুমিল্লায় ডাকাতের হামলায় প্রাক্তন আনসার সদস্য নিহত

সোনালীনিউজ ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রামে আনসার-ভিডিপির এক প্রাক্তন কমান্ডারকে পিটিয়ে হত্যা করেছে ডাকাত দল। সোমবার সকালে উপজেলার লালবাগ গ্রাম থেকে মো. আলী আকবর (৭৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। 
আকবর লালবাগ গ্রামের মৃত আলী আশরাফের ছেলে। তিনি উপজেলার আনসার-ভিডিপির প্রাক্তন কমান্ডার ছিলেন। 
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে একদল ডাকাত আলী আকবরের বাড়ির গেটের তালা কেটে ভেতরে ঢোকে। এ সময় তিনি ডাকাতদের চিনে ফেলায় তাকে লাঠি দিয়ে পিটিয়ে যখম করে। পরে শ্বাসকষ্টে আলী আকবর মারা যান। এ সময় ডাকাত দলের সদস্যরা তার স্ত্রী আনোয়ারা বেগম (৬২), পুত্রবধূ রোকসানা আক্তার (৩৪) ও আয়েশা আক্তার শিরিনকে (৩২) বেঁধে রেখে টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুটে নেয়।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ জানান, সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!