• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কোরিয়ান এয়ারের উড়োজাহাজে আগুন


আন্তর্জাতিক ডেস্ক মে ২৭, ২০১৬, ০৬:৫২ পিএম
কোরিয়ান এয়ারের উড়োজাহাজে আগুন

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রস্তুতিকালে কোরিয়ান এয়ারের একটি উড়োজাহাজের এক পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়।

আজ শুক্রবার সকালে এ ঘটনার পর উড়োজাহাজটির তিনশরও বেশি যাত্রী ও ক্রু-কে বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, খবর বিবিসির।

কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লাইট ২৭০৮ হানেদা বিমানবন্দর থেকে সিউলের পথে রওয়ানা হওয়ার প্রস্তুতি নিতেছিল। রানওয়েতে থাকা বোয়িংয়ের ৭৭৭ উড়োজাহাজটির ওই ইঞ্জিনটিতে ফোম স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনেন বিমানবন্দরের দমকল কর্মীরা।

এ ঘটনার কারনে জাপানের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং কোনো হতাহতেরও কথা শোনা যায়নি। তবে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম ৩০ জন যাত্রীর অসুস্থবোধ করার কথা জানিয়েছে। উড়োজাহাজটিতে ৩০২ জন যাত্রী ও ১৭ জন ক্রু ছিলেন। টোকিও উপসাগরের পাশে অবস্থিত হানেদা বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!