• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোহলি না থাকায় সুবিধা পাবে পাকিস্তান


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৪, ২০১৮, ১২:৫৫ পিএম
কোহলি না থাকায় সুবিধা পাবে পাকিস্তান

ঢাকা: এশিয়া কাপে খেলতে মহেন্দ্র সিং ধোনি, কুলদীপ যাদব, কেদার যাদবরা ভারত থেকে এর মধ্যেই উড়ে গেছেন। বাকিরা যোগ দেবেন ইংল্যান্ড থেকে। ১৮ সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ। এর পরের দিনই পাকিস্তানের বিরুদ্ধে দ্বৈরথ রোহিত শর্মার দলের।

ইংল্যান্ড সফরে ভারতের অন্যতম সফল বোলার যশপ্রীত বুমরাহ এই মুহূর্তে আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে এক নম্বরে আছেন। আসন্ন এশিয়া কাপেও নিজের এই র্যাং কিং ধরে রাখতে চান বুমরাহ। তিনি বলেছেন, ‘এশিয়া কাপে দারুণ লড়াই হতে চলেছে। এই প্রতিযোগিতা খেলার জন্য আমি মুখিয়ে আছি।’

তবে বিরাট কোহলি ছাড়া ভারতীয় দল কতটা কী করবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। যে প্রশ্ন অনেকাংশেই ভেসে আসছে পাকিস্তান ক্রিকেট মহল থেকে। পাকিস্তানের সাবেক পেসার ইয়াসির আরাফাত বলেছেন, ‘ভারতীয় দল নিঃসন্দেহে অভিজ্ঞ। দুবাই, আবু ধাবির আবহাওয়ায় ওরা সমস্যায় পড়বে না। কিন্তু এটাও ঠিক যে, কোহলি ছাড়া ভারতীয় দল দুর্বল হয়ে পড়বে।’

প্রায় একই রকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে পাকিস্তানের নতুন ওপেনার সা্বেক অধিনায়ক ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম উল হকের কথাতেও। বৃহস্পতিবার দুবাইয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘ভারত অবশ্যই ভালো দল। কিন্তু বিরাট কোহলির না খেলাটা একট পার্থক্য গড়ে দেবে।’

এরপর তিনি যোগ করেছেন,‘ভারতীয় দলের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। তবে আমরা ওই ম্যাচটাকে আর পাঁচটা ম্যাচের মতোই দেখছি।’ পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেছেন,‘ওখানকার পিচ মন্থর হবে বলেই মনে হয়। তাই স্পিনাররা সুবিধা পাবে বলেই আমার ধারণা। আমাদের দলে ভালো স্পিনারই আছে। আমার বিশ্বাস শাদাব খান ভালো করবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!