• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যান্সার থেকে মুক্তি ৪২ দিনে


সোনালীনিউজ ডেস্ক মে ১৬, ২০১৬, ১২:৪৯ পিএম
ক্যান্সার থেকে মুক্তি ৪২ দিনে

আস্ট্রিয়ার একটি শরবত ক্রমশ বিখ্যাত হয়ে উঠছে। কারণ এই শরবত পানে এই পর্যন্ত ৪৫,০০০ মানুষ ক্যান্সারের মত দুরারোগ্য রোগ থেকে মুক্তি পেয়েছে। এই শরবত পান করলে মাত্র ৪২ দিনে শরীরে থাকা ক্যান্সারের টিস্যু মৃত ও নির্জীব হয়ে যায়।

আস্ট্রিয়ার একজন নাগরিক তার সারাজীবন ধরে ক্যান্সার রোগ প্রতিরোধ করার জন্য চেষ্টা করেছেন। গবেষণায় দেখা যায়, ক্যান্সার রোগ মূলত প্রোটিনের কারণে বৃদ্ধি পায়। তাই তিনি প্রোটিন সমৃদ্ধ সকল খাবার বাদ দিয়ে ৪২ দিনের একটি ডায়েট রুটিন তৈরি করেন। তার তৈরি করা খাদ্য তালিকায় চা এবং বীটরুট রয়েছে। প্রতিদিন শুধু শাক ও সবজির শরবত পান করানো হয়েছে। এতে শরীরে কোন প্রোটিন যুক্ত হয়নি। শাক ও সবজির ক্ষেত্রে প্রোটিন সমৃদ্ধ খাবার বাদ দেয়া হয়েছে।

তবে মূলত যে শরবত সবসময় পান করানো হত তার মাঝে ৫৫ শতাংশ বীটরুট, ২০ শতাংশ গাজর, ২০ শতাংশ সেলারি রুট, ৩ শতাংশ আলু এবং ২ শতাংশ মূলা দেয়া হত। টানা ৪২ দিন শুধু এই শরবত পান করে ৪৫,০০০ ক্যান্সার রোগী প্রথম ষ্টেজে পার পেয়ে গেছেন। তাদের শরীরের ক্ষতিকর কোষ মরে যেয়ে তাদের ক্যান্সার থেকে মুক্তি দিয়েছে।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!