• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ : নিহত ১, আহত ৩


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০১৬, ০৭:৩৯ পিএম
ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ : নিহত ১, আহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ইপিজিড এলাকায় কিছুদিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝগড়ার ঘটনায় দুই বন্ধুর বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে রিমন দেব নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আবির বিশ্বাস, বিপ্লব এবং বাবুল নামে আরও তিন বন্ধু আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

গতকাল শনিবার রাতে নগরীর ইপিজেড থানাধীন কর্ণফুলি ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের বাবা মন্টু দেব বাদি হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনা পর থেকে ঘাতক জনি ওরফে মামুন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।

এ ব্যাপারে ইপিজেড থানার ওসি আবুল কামাল বলেন, কিছুদিন আগে আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মী জনির সাথে মুন্নার ঝাগড়া হয়। পরে মুন্নার বাবা উভয়কে ডেকে মিলিয়ে দিলেও জনি মুন্নাকে মারার হুমকী ক্রমাগত দিতে থাকে। বিষয়টি মুন্না তার অপর বন্ধুদের জানালে তারা বিবাদ মেটানোর জন্য শনিবার রাতে উভয়কে ডাকে। এসময় জনি ও তার কয়েকজন বন্ধু রিমনদের ওপর হামলা চালায়। এতে রিমন নিহত এবং তার আরো তিন বন্ধু মারাত্মকভাবে আহত হন।

 

সোনালীনিউজ/ঢাকা/মে

 

 

Wordbridge School
Link copied!