• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘খালেদা জিয়াকে নতুন সিম কিনতে হবে’


নিজস্ব প্রতিবেদক জুন ৬, ২০১৬, ০৪:৫৮ পিএম
‘খালেদা জিয়াকে নতুন সিম কিনতে হবে’

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে এখন মোবাইল সংযোগ পেতে ভ্যাট ও ট্যাক্স দিয়ে নতুন সিম কিনে বায়োমেট্রিক পদ্ধতি নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার দুপুরে আওয়ামী লীগ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ : স্বপ্ন না বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ এ সেমিনারে আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া সিম নিবন্ধন করেননি, এটা দুঃখজনক। আমরা জনগণের নিরাপত্তার দিক বিবেচনা করে সিম বায়োমেট্রিকের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু খালেদা জিয়া তা অবজ্ঞা করেছেন।

তিনি আরও বলেন, ‘যদিও তিনি বলেছেন মোবাইল ব্যবহার করেন না। তার সিম নেই। এটা এনালগ কথা। একটি বড় রাজনৈতিক দলের প্রধানের এ কথা মানায় না। আইন সবার জন্য সমান।’

সেমিনারে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও উপ পরিষদের চেয়ারম্যান এইচ টি ইমাম।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!