• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধার ৪ জনের বিরুদ্ধে পরোয়ানা


নিজস্ব প্রতিবেদক মে ২৯, ২০১৬, ০৬:৪৬ পিএম
গাইবান্ধার ৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের করা এক আবেদনের শুনানি শেষে রোববার (২৯ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা এবং  সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

মামলার মোট আসামির সংখ্যা পাঁচজন। তারা হলো- আব্দুল জাব্বার মণ্ডল, মো. জাফিজার রহমান ওরফে খোকা, আব্দুল ওয়াহেদ মণ্ডল, মমতাজ আলী ব্যাপারী ও আজগর হোসেন খান।

এদের মধ্যে আসামি মো. রঞ্জু মিয়াকে (সন্ত্রাস দমন আইনে) গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতের নির্দেশে রোববার তাকে মানবতাবিররোধী অপরাধে আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অর্থাৎ তাকে ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানাভুক্ত করা হয়।

উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে একাত্তর সালে সংঘটিত মানবাতাবিরোধী অপরাধের দুটি অভিযোগ রয়েছে। একাত্তরে সাধারণ মানুষদের উপর হামলা, হত্যা ও ৫০টি বাড়িতে লুটপাট করা এবং খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধাদের উপর হামলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!