• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধা শহরজুড়ে বোমা আতঙ্ক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১১, ২০১৬, ০৬:৩৫ পিএম
গাইবান্ধা শহরজুড়ে বোমা আতঙ্ক

গাইবান্ধা প্রতিনিধি
বোমা রাখার হুমকি দিয়ে গাইবান্ধা জেলা প্রশাসকের মোবাইলে এক ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়ার পর সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় গোটা শহরের মানুষ ছোটাছুটি করতে থাকেন।
এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আদালত চত্বর থেকে আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষকে বাইরে সরিয়ে দেন। এ সময় পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও আদালত চত্বরে উপস্থিত হন।
গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে বা আদালত চত্বরে বোমা রাখা হয়েছে দাবি করে অপরিচিত এক মোবাইল নং থেকে তার মোবাইলে একটি ক্ষুদেবার্তা পাঠানো হয়। এরপর পুলিশের পক্ষ থেকে গোটা আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয় ও এর আশপাশ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে কোথাও কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। এটি একটি গুজব। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।

 

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!