• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চীনে আকাশছোঁয়া কাচের সেতু


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৬, ১২:৫৯ পিএম
চীনে আকাশছোঁয়া কাচের সেতু

সোনালীনিউজ ডেস্ক

চীনের পর্যটন কেন্দ্র হেনান এবং হুনান প্রদেশে কাচের তৈরি একটি সেতু নির্মাণ করা হয়েছে।
পায়ের নিচের স্বচ্ছ কাচের এই সেতু মাটি থেকে ১৮০ মিটার উঁচুতে। দৈর্ঘ্যে ৩০০ মিটার এই সেতুটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে গেল বছরের সেপ্টেম্বর থেকে।
সেতুটি ইতিমধ্যে বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কাচের উপরে যোগ ব্যায়ামের প্রদর্শনী মানুষজনকে আরো টানছে।
প্রতিদিন শত শত দর্শনার্থী আসছেন এই সেতু দিয়ে এপার-ওপর হতে। তবে একেবারে স্বচ্ছ কাচের সেতু পার হতে ভয় কাজ করছে অনেকের মনে।
তেমনি একজন লি শু ঝেন বলেন, ‘যখনি আপনি নিচের দিকে তাকাবেন তখন ভয়ে আপনি কুঁকড়ে যাবেন। আবার আশপাশে তাকালে আপনি সেই ভয় দ্রুত ভুলে যাবেন এবং প্রাকৃতিক সৌন্দর্ষ্য উপভোগ করতে থাকবনে।’
অন্য একজন বলেন, ‘এটা অসাধারণ, মনে হবে আপনি বাতাসে হেটে বেড়াচ্ছেন।’
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই সেতুটি দেখতে হালকা মনে হলেও এর নকশা করা হয়েছে এমনভাবে যাতে করে ধমকা বাতাস এবং ভূমিকম্প প্রতিরোধ করতে পারে।
একই সঙ্গে ৮০০ মানুষের ভার নিতে পারে সেতুটি।
এই সেতুটির জনপ্রিয়তা দেখে পার্শ্ববর্তী দেশ তাইওয়ান ১৭৯ উচ্চতার একটি কাচের সেতু তৈরি করেছে। সূত্র : বিবিসি
সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!