• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীনে সাবেক ডেপুটি পুলিশ প্রধানের ১৫ বছরের কারাদন্ড


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০১৬, ০২:২০ পিএম
চীনে সাবেক ডেপুটি পুলিশ প্রধানের ১৫ বছরের কারাদন্ড

আন্তর্জাতিক ডেস্ক
চীনে দুর্নীতির দায়ে মঙ্গলবার সাবেক ডেপুটি জাতীয় পুলিশ প্রধানের ১৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন চায়না সেন্ট্রাল টেলিভিশনের খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনের এক আদালত ঘুষ গ্রহণের দায়ে লি ডংশেংকে এ কারাদন্ড দেয়। এর আগে কৌঁসুলিরা তাকে ৩৩ লাখ ডলার ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত করে।
সিসিটিভির খবরে আরো বলা হয়েছে, আদালত তাকে ১৫ বছরের কারাদন্ড দিয়েছে। তবে তিনি এ রায়ের বিরুদ্ধে আপীল না করার সিদ্ধান্ত নিয়েছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতি বিরোধী পদক্ষেপের কারণে এ পর্যন্ত দেশটির প্রভাবশালী অনেকেই দন্ডিত হয়েছেন। লি এ তালিকার সর্বশেষ ব্যক্তি।
সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!