• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনীতে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই


স্পোর্টস ডেস্ক জুন ১, ২০১৬, ০৬:১৯ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনীতে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই

২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। ১-১৮ জুন বসছে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় বড় টুর্নামেন্টটি। এই আসরে খেলবে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তান।

বুধবার টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। টুর্নামেন্টের ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ খেলবে ‘এ’  গ্রুপে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অন্যদিকে ‘বি' গ্রুপের দলগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। ১ জুন ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। উদ্বোধনী ম্যাচের পর ৫ জুন ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

১৮ দিনে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওভালে ১৮ জুন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত তাদের টুর্নামেন্ট শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে। ৪ জুন এজবাস্টনে। ২ জুন এজবাস্টেনে প্রতিবেশি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে অস্ট্রেলিয়া।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!