• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছোটদের জন্য চিত্র-উপন্যাস ‘মুজিব’


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০১৬, ০৪:৫৮ পিএম
ছোটদের জন্য চিত্র-উপন্যাস ‘মুজিব’

সোনালীনিউজ ডেস্ক
বইমেলায় এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীভিত্তিক চিত্র-উপন্যাস ‘মুজিব’-এর প্রথম খণ্ড। ১৯৬৭ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় বঙ্গবন্ধু এই স্মৃতিচারণাটি লেখা শুরু করেন; কিন্তু শেষ করে যেতে পারেননি। ‘গ্রাফিক নভেল মুজিব’ বইটিতে তার আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, জন্ম ও শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের  বর্ণনা প্রাঞ্জল চিত্রে উপস্থাপন করা হয়েছে।

বইটি প্রকাশ করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) প্রকাশনী। তাদের স্টলটি মেলার বাংলা একাডেমী অংশের ‘বাহির পথ’-এর সঙ্গে।

সিআরআই স্টলের কর্মকর্তা আরিফ আনিস জানান, বইটি নিয়ে অভিভাবকদের কাছ থেকে আমরা অনেক ইতিবাচক সাড়া পাচ্ছি। ছোটদের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতি রেদওয়ান মুজিব সিদ্দিক এই উদ্যোগটি নেন। ১৪ ফেব্রুয়ারি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বইটির দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন করবেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!