• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা

ছয় বছর পরে উন্নয়ন কাজ শুরু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জুন ১, ২০১৬, ০৭:৫৫ পিএম
ছয় বছর পরে  উন্নয়ন কাজ শুরু

প্রায় ৬ বছর সংস্কার ও উন্নয়নবিহীন থাকার পর ৬২ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কাজ শুরু হয়েছে।

বুধবার সকালে ২নং ওয়ার্ডে সোনালী ব্যাংকের সামনের ড্রেনের কাজ শুরুর মধ্য দিয়ে প্রথম কাজের উদ্বোধণ করেন ভারপ্রাপ্ত পৌর মেয়র সাইদুর রহমান।

বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) অধীনে বাস্তবায়নাধীন এই প্রকল্পে ৩নং ওয়ার্ডে শিয়ালা গাবতলায় রাস্তা, ৪নং ওয়ার্ডে দারিয়াপুর ঈদগাহের পাশে ড্রেন ও ৫নং ওয়ার্ডে উপরাজরামপুরে বিদ্যালয়ের প্রাচীর নির্মান কাজও অন্তর্ভূক্ত রয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মতিউর রহমান ও মোসলেমা বেগম, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, ইকবাল মাহমুদ খান খান্না, সাবেক ছাত্রলীগ সভাপতি ফাইজার রহমান কনকসহ এলাকাবাসী।

উল্লেখ্য, ১৯০৩ সালে প্রতিষ্ঠিত ১ লাখ ৩০হাজার ভোটার ও ৩ লাখ নাগরিকের প্রশম শ্রেণীর এই পৌরসভায় গত প্রায় ৬ বছর তেমন কোন উন্নয়ন কাজ হয়নি। ফলে মুখ থুবড়ে পড়েছে নাগরিক সেবা। মানুষের ভোগান্তি পৌঁছিয়েছে চরমে। তবে সম্প্রতি বহু প্রতিক্ষীত আরবান গভর্মেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ইউজিপ-৩) এর প্রথম ফেজের ১৫ কোটি টাকার উন্নয়ন কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চলতি মাসেই সেই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছে পৌরসভা সূত্র। শত কোটি টাকার প্রজেক্টটির সকল ফেজের কাজ সম্পন্ন হলেই নাগরিক সেবার মান বহুলাংশে বাড়বে বলেও মনে করছেন পৌর কর্তৃপক্ষ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!