• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জমিরউদ্দিন সরকারের মামলা বাতিলে বিভক্ত রায়


নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০১৬, ০৫:০০ পিএম
জমিরউদ্দিন সরকারের মামলা বাতিলে বিভক্ত রায়

সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির ৫ মামলা বাতিলের বিষয়ে দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রেজাউল হক মামলাগুলো খারিজ করে দেন। অন্যদিকে কনিষ্ঠ বিচারপতি মো. খসরুজ্জামান বাতিলের আবেদনটি খারিজ করে দেন।

নিয়ম অনুযায়ী এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি আবেদনটি শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করে দেবেন।

সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় দুর্নীতির অভিযোগে এসব মামলা করা হয়। এই মামলাগুলো বাতিল চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন।

এরপর হাইকোর্ট মামলাগুলো কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। সে রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার দ্বিধাবিভক্ত রায় দেন হাইকোর্ট।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!